নাহয় একটা মিথ্যে বলেছি
তাতে এমন কি হয়েছে
নিষ্পাপ কিছু স্বপ্ন ভেঙেছে
যেটা সত্যি বললেও ভেঙে যেত
নাহয় একটা গোলাপ কিনেছি
তাতে এমন কি হয়েছে
ছয়টি ঋতুর আকাশ
আর চেনা আছে যত পথ
সব কিছু তুমিময় হয়েছে
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই
নাহয় একটু মুচকি হেসেছো
তাতে এমন কি হয়েছে
শরীরের যত কোষ
আর রক্তের যত কণা
সবকিছুতেই মিশে গিয়েছে
নাহয় তুমি চলেই গিয়েছো
তাতে এমন কি হয়েছে
সময় যা পরাধীন ছিল
তোমার দেয়ালে বন্দি
সময়টা আজ থেমেই গিয়েছে
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই